
ঠোঁট মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠোঁটের সৌন্দর্য মানুষকে আর সুন্দর করে তোলে। শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং
সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণে। যা নরম, কোমল হলে সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারে। সুন্দর কোমল
ঠোঁট জোড়া যদি ফেটে যায়, তবে সৌন্দর্যের ব্যাঘাত ঘটে। অনেকেই মনে করেন শীতকালেই শুধু ঠোঁট ফাটে। এই ধারণাটি একদমই ভুল।
শীতকাল ছাড়াও ঠোঁট ফাটতে পারে। তাই এর যত্ন নিন ঘরোয়া উপায়ে। চলুন জেনে নেয়া যাক এর সহজ সমাধান-
ঠোঁট ফাটা খুব সাধারণ সমস্যা। অনেকের এই সমস্যা এত বেশি হয়ে থাকে যে লিপ বাম কাজ করে না। এক্ষেত্রে অল্প একটু সরিষা তেল নিয়ে ঠোঁটে লাগান। এই প্রাকৃতিক ময়েশ্চারাইজার ঠোঁট ফাটা রোধ করবে। সঙ্গে ঠোঁট নরম ও কোমল করে তুলবে।
Leave a Reply